ভারতের কেরালা রাজ্য থেকে এক বছর আগে পায়ে হেঁটে হজযাত্রা শুরু করেন ৩০ বছর বয়সী শিহাব চত্তুর। তাঁর লক্ষ্য ছিল সৌদি আরবের মক্কায় পৌঁছে আসন্ন পবিত্র হজ পালন করবেন। গত বছরের ২ জুন শুরু হওয়া হজযাত্রাটি শেষ হয় ঠিক গত সপ্তাহে। প্রায় ৩৭০ দিনে তিনি ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করেন এবং পাড়ি দেন আট হাজার ৬৪০ কিলোমিটারের বেশি পথ।
ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির অধিবাসী শিহাব চত্তুর। প্রায় ৩৭০ দিন হেঁটে তিনি গত মে মাসে কুয়েত সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে প্রবেশ করেন। অতঃপর মদিনা নগরীতে দীর্ঘ ২১ দিন অবস্থান করেন তিনি। সেখান থেকে ৯ দিনে ৪৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মক্কায় পৌঁছেন এ তরুণ।
এখন তার মা জয়নবের অপেক্ষায় রয়েছেন শিহাব। কেরালা থেকে তাঁর মা মক্কায় পৌঁছলে উভয়ে একসঙ্গে হজ পালন করবেন।বছরব্যাপী দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা নিয়মিত ইউটিউবে শেয়ার করেন শিহাব চত্তুর। এ সময় তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকেও সক্রিয় দেখা যায়।
ভ্রমণকালে মানুষের আতিথেয়তা, উষ্ণ অভ্যর্থনা, শুভেচ্ছা বিনিময়সহ অনেক আনন্দঘন মুহূর্ত সবার কাছে তুলে ধরেন।
বাহরাইনভিত্তিক সংবাদ মাধ্যম আল-ওয়াসাতকে শিহাব চত্তুর বলেন, মূলত শৈশব থেকেই পায়ে হেঁটে হজ করার পরিকল্পনা ছিল আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ অনুগ্রহ ও আমার মায়ের দোয়ায় আমার আশা পূরণ হয়েছে। এ ক্ষেত্রে আমার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব আমাকে উৎসাহ দিয়ে আমার পাশে ছিল। ২০২৩ সালের হজে অংশ নিতে দীর্ঘ ভ্রমণের জন্য আমি ছয় মাস প্রস্তুতি নিই।
তিনি আরো বলেন, ‘কয়েকটি দেশের ভিসা পেতে দূতাবাসে নানা প্রতিবন্ধকতা পার হতে হয়। তবে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। দীর্ঘ ভ্রমণকালে আমি উপলব্ধি করেছি, পৃথিবীতে এখনো মানবতাবোধ রয়েছে। আমরা অমানবিকতার যে খবর শুনে থাকি তা পরিমাণে খুবই কম। চলার পথে সবার মধ্যে যে পরিমাণ ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা পেয়েছি তা সত্যিই অকল্পনীয়।’